27 April, 2024

BY- Aajtak Bangla

দইয়ে এই জিনিস মিশিয়ে মাথায় দিন, চুল হবে ঘন-খুশকিমুক্ত ও জেল্লাদার

গরমে চুলের যত্ন না নিলে প্রাণহীন হয়ে ওঠে চুল। সূর্যের আলোয় ইউভি রশ্মি চুলের ক্ষতি করে।

চুলকে পুষ্ট করা এবং হাইড্রেশন দেওয়া দরকার। দরকার ভিটামিন ই এবং ওমেগা-৩।

চুলে দই লাগালে বাড়ে। চুল উজ্জ্বলও হয়। কীভাবে লাগাবেন দই? 

দইয়ে আছে প্রোটিন এবং ক্যালসিয়াম। ফলিকলকে মজবুত করে ভিটামিন বি ১২। চুল হয় হাইড্রেটেড।

দই দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক। মধু, অলিভ অয়েল এবং অ্যালোভেরা মেশান দইয়ে। 

চুলে ৩০ মিনিটের জন্য রেখে দিন দইয়ের হেয়ার মাস্ক। এরপর জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

চুল ঘন করতে দইয়ের সঙ্গে ওমেগা-৩ ট্যাবলেট মেশান। মাথায় আধ ঘণ্টা লাগিয়ে ধুয়ে ফেলুন।

খুশকির সমস্যা থাকলে দইয়ে লেবু মিশিয়ে চুলে লাগান। মাথার ত্বক পরিষ্কার হয় এবং চুল পায় পুষ্টি। 

লেবুর ভিটামিন সি চুল পরিষ্কার করে। দই মাথার ত্বকে পুষ্টি জোগায়।

চুল শুষ্ক ও প্রাণহীন হলে সপ্তাহে দু'বার দইয়ের হেয়ার মাস্ক লাগান।