27 April, 2024

BY- Aajtak Bangla

চোখের কালো দাগ যাবে ম্যাজিকের মতো, দারুণ টিপস

বহু কারণে চোখের নীচে কালো দাগ পড়ে। যাকে ডার্ক সার্কল বলা হয়। কিছু ঘরোয়া সমাধানে চোখের কালো দাগ অনেকটাই কমানো সম্ভব। জেনে নিন। 

ক্লান্তি এবং ঘুমের অভাবের কারণে মানুষের ডার্ক সার্কেলের সমস্যা হয়। 

স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল পান, যথেষ্ট ঘুম, ফিটনেস বজায় রাখা এবং শরীরচর্চা। স্ক্রিন টাইম (যেমন মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার) সীমিত করুন। 

ঘুমাতে যাওয়ার আগে চোখের প্রসাধনী ভালো করে ওঠাবেন। ভিটামিন ই ক্যাপসুল, তেল বা ক্রিম ব্যবহার করা যায়।

ত্বক নরম এবং চোখের কালিভাব কমিয়ে আনতে প্রতিদিন চোখের নিচে টমেটো রস লাগান। ১০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য আমন্ড তেল আঙ্গুলে নিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন। দাগ হাল্কা হয়ে যাবে।

দুধ ত্বককে ঠান্ডা রাখার পাশাপাশি চোখের নিচের কালিভাব দূর করে। কাঁচা ঠান্ডা দুধে তুলা ডুবিয়ে চোখের ওপর রাখুন। কিছুক্ষণ বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন।

কমলালেবুতে ব্লিচিং প্রপার্টি থাকায় চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে। সামান্য কমলালেবুর রসে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে লাগালে চোখের কালিভাব কমাতে সাহায্য করবে।

প্রতিদিন মোটা মোটা করে শসা স্লাইস করে টুকরোগুলো ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার ১০ মিনিট চোখের নিচে লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

বানানো শেষে টি-ব্যাগ না ফেলে ফ্রিজে রেখে দিন। এবার চোখের নিচে দিয়ে রাখুন। কদিনেই পার্থক্য টের পাবেন।