27 April,, 2024

BY- Aajtak Bangla

AC কিনলে স্টেবিলাইজার কি কিনতেই হয়? জানুন

লোডশেডিংয়ের কারণে অনেক সময় AC-র সমস্যা হতে পারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই লোডশেডিং হচ্ছে।

ফলে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার না করলে এসিকে সুরক্ষিত রাখা সমস্যার হতে পারে।

বর্তমানে প্রায় সব ব্র্যান্ডের এসিতেই অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে।

অটো কুলিং সিস্টেম আপডেট, কম্প্রেসর আপডেট, এসির গ্যাস আপডেট ইত্যাদি থাকলেও সমস্যা হতে পারে।

কোন ধরণের এসি-র জন্য কী ধরণের স্টেবিলাইজার ব্যবহার করবেন তাও জানতে হবে।

সমস্ত ধরণের এসি-র জন্যই স্টেবিলাইজার খুব গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘদিন চলবে এমন স্টেবিলাইজার কিনতে হবে।

স্টেবিলাইজার অটো স্টার্ট ও অটো কাট অফ না হলে সেই কিনবেন না।

১৬০ ভোল্ট থেকে ২৮৫ ভোল্টের মধ্যে স্টেবিলাইজার কিনতে হবে।