24 April, 2024

BY- Aajtak Bangla

আরশোলার বংশ ধ্বংস হবে ১ দিনে, রইল একেবারে সহজ ঘরোয়া উপায়

প্রায় প্রতিটি বাড়িতেই আরশোলার সমস্যা দেখা যায়। অনেকে প্রায় নাজেহাল হয়ে যায় এই সমস্যায়। অনেক রকম কেমিক্যাল ব্যবহার করেও কোনও সুরাহা মেলে না। উল্টে আরও বাড়তে থাকে অত্যাচার।

তবে আপনি যদি এই কয়েকটি ঘরোয়া জিনিস ব্যবহার করেন তাহলে আপনি তেলাপোকার সমস্যা থেকে মুক্তি পাবেন। কী সেই জিনিসগুলি জেনে নিন।

এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে একটি পাত্রে কিছুটা বেকিং সোডা ও চিনি মিশিয়ে নিন। এবার তার মধ্যে সামান্য জল যোগ করে একটি ঘন পেস্ট বানিয়ে নিন।

এবার এই পেস্টটি যে সমস্ত জায়গা থেকে আলশোলার আসার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলিতে দিয়ে দিন। এই মিশ্রণটি আপনার ঘর থেকে সহজে আরশোলা দূর করবে।

এছাড়াও জল এবং ল্যাভেন্ডার মিশিয়ে একটি স্প্রে বোতলে মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রনটি আরশোলার লুকানো স্থানগুলিতে ভাল করে স্প্রে করুন।

ল্যাভেন্ডারের তীব্র গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। ফলে এই স্প্রে র ফলে দ্রুত আপনার ঘর থেকে বিদায় নেবে।

এগুলি ছাড়াও নিম তেলও আরশোলা দূর করতে সহায়তা করে। একটি বোতলে জল ও নিম তেল মিশিয়ে সেটি ভাল করে আরশোলা লুকানো জায়গা ও ঘরের বিভিন্ন ফাটলে স্প্রে করুন। নিমতেলের তীব্র ও কটূ গন্ধে সহজেই আরশোলা ঘর থেকে বিদায় নেয়।

পুদিনা পাতাও তেলাপোকা তাড়াতে উপকারী ভূমিকা পালন করে থাকে। এর জন্য, আরশোলার লুকানোর বা প্রবেশের পথে তাজা পুদিনা পাতা রাখুন। পুদিনা পাতা পিষেও একটি একটি তরল মিশ্রণও বানিয়ে নিতে পারেন।

এবার ওই মিশ্রণের সঙ্গে জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে আরশোলার প্রবেশ পথে বা ঘরের ফাটলগুলিতে ভাল করে স্প্রে করুন। পুদিনা পাতার তীব্র গন্ধে আরশোলার দল ঘর ছেড়ে পালাবে।