24 April,, 2024

BY- Aajtak Bangla

রোদে পুড়ে দাগ হাত-পায়ে,  এই ঘরোয়া টোটকাতেই সমাধান

কাজের জন্য প্রত্যেককেই বাড়ির বাইরে বেরোতে হয়। সেক্ষেত্রে প্রাথমিকভাবে মুখকে সূর্যের হাত থেকে বাঁচাতে আমরা সানস্ক্রিন ব্যবহার করি।

কিন্তু শরীরের বাকি অংশগুলিকে অবহেলা করি। ফলে, সূর্যের ক্ষতিকারক রশ্মিতে ক্ষতিগ্রস্ত হয় বা পুড়ে যায় হাত, পা এবং পিঠের মতন জায়গা।

কালো কালো ছোপে ভরে যায় দেহের বিভিন্ন জায়গা। আবার কখনও সূর্যের অতিবেগুনি রশ্মি লেগে র‍্যাশ বেরিয়ে যায় ফলে ত্বক গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অনেকেই পার্লারে গিয়ে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে ব্লিচ করেন । যা ত্বককে আরও ক্ষতিগ্রস্ত করে।

তাই সান ট্যান তোলার জন্য কোনও পার্লারে না গিয়ে বাড়িতেই ঘরোয়া উপাদান ব্যবহার করে সহজেই সেরে ফেলুন এই কাজ।

সানট্যান দূর করার জন্য উপকরণ লাগবে টক দই, পাতিলেবু ও চালের গুঁড়ো। এবার প্যাকটি বানানোর জন্য নিয়ে নিন ১ চামচ টক দই, লেবুর রস, ও ১ চা চামচ চালের গুঁড়ো।

একটি পাত্রে টক দই, লেবুর রস ও চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে একটি ভালো পেস্ট তৈরী করুন। তারপর জল দিয়ে ভালো করে ত্বক পরিষ্কার করে প্যাকটি লাগিয়ে নিন।

টক দই ন্যাচারাল ব্লিচিং এর কাজ করে থাকে এবং ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরিয়ে আনে। এর ফলে ত্বকের জ্বালা ভাব ও লালচে ভাব দূর হয়।

ব্লিচিং হিসেবে পাতিলেবুও কাজ করে থাকে। এছাড়াও পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি। যা সানট্যানে হওয়া ত্বকের ক্ষতি সারাতে সাহায্য করে।

 চালের গুঁড়ো ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে থাকে। কারণ, চাল ত্বকের ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে থাকে।

নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে ভালো ফল পাবেন। তবে প্যাক ধুয়ে ফেলার পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন।