24 April, 2024

BY- Aajtak Bangla

গাছ হবে সতেজ, হৃষ্টপুষ্ট, কৃষিজীবীদের এই টিপসগুলি ফলো করুন

আমার হাতে গাছ বাঁচে না। অনেকেই এমনটা বলেন। মন খারাপ করেন।

কিন্তু, সামান্য কিছু নিয়ম মেনে চললেই গাছ বাঁচানো যায়। 

পেশাদার কৃষিজীবীরা বলছেন, গাছের মাটি আর রোদই সব। এই দু'টি সঠিক করলে তাতেই অর্ধেক কাজ হয়ে যায়।

অপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হল জল। কখনও অতিরিক্ত জল দেবেন না। গাছের গোড়ায় যেন জল না বসে।

গাছের গোড়ায় যেন জল না জমে। টবে জল দেওয়ার 4-5 মিনিটের মধ্যেই যেন তলার গর্ত দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে আসে।  

মাটির টবে গাছ বসান। প্লাস্টিকের টব এড়িয়ে চলুন। টবের তলায় যেন জল বের হওয়ার জায়গা থাকে।

প্রতিটি গাছের সূর্যালোকের চাহিদা আলাদা। তাই গাছ কোথায় বসাচ্ছেন, সেখানে কতটা রোদ পাবে, সেটা মাথায় রাখুন।

গাছ বসানোর পর এক সপ্তাহ মতো হালকা ছায়ায় রাখুন। 

মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই জল দেবেন। বারবার জল দিলে গাছের গোড়া পচে যায়।