BY- Aajtak Bangla

স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত জলের মতো, তবেই মধুর হবে দাম্পত্য  

29 April, 2024

বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কে চড়াই-উৎরাই আসে। তবে ঝগড়া-ঝামেলা হলেও তা শুধরে নিয়ে ফের একসঙ্গে থাকার নামই বিয়ে।

অনেক সময়ই স্বামী-স্ত্রী উভয়েরই মনে হতে পারে যে তাঁদের এই সম্পর্কে না থাকাই উচিত। তবে সেই চিন্তা মনে আসলেও আলোচনা করে সমাধার বের করা দরকার।

বিয়ের আগে যেরমকম সম্পর্ক থাকে বিয়ের পর সেই সম্পর্ক বদলে যায়। একঘেঁয়েমি চলে আসে সম্পর্কে।

তবে সবসময় সম্পর্কের ক্ষেত্রে জলের থেকে শিক্ষা নেওয়া দরকার। সম্পর্ক কেমন হওয়া উচিত তা জলই বাতলে দিতে পারে

একটা সৎ সম্পর্ক জলের মতো হওয়া দরকার। তবেই স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল থাকে।

জলের যেমন কোন রং, আকার, জায়গা, স্বাদ নেই কিন্তু জীবনের জন্য খুব প্রয়োজন।

তেমনি সম্পর্কের ক্ষেত্রেও তা জলের মতোই হওয়া দরকার, যার কোনও রং, আকার, স্বাদ না থাকলেও জীবনের জন্য খুবই দরকারি।

জল ছড়া জীবন যেমন চলে না তেমনি সম্পর্কটাও জীবনের জন্য ততটাই দামি হওয়া উচিত।

স্বামী-স্ত্রীর সম্পর্ক এরকম হলেই দাম্পত্যের গাড়িটিও চলে সুন্দরভাবে।