BY- Aajtak Bangla

যদি সন্তানের উন্নতি চান, তার থেকে লুকিয়ে রাখুন এই ৫ জিনিস

29 April, 2024

কোনও বাচ্চা কতটা বুদ্ধিমান বা স্মার্ট হবে তা নির্ভর করে মা-বাবার উপর। মা-বাবা সন্তানতকে যেগুলো শেখান, সেগুলোই শেখে সন্তান। সেই মতো তার চালচলন থাকে। 

তাই মা-বাবা কীভাবে জীবন যাপন করছে তার সরাসরি প্রভাব পড়ে সন্তানের উপর। যদি মা-বাবা কিছু জিনিস মেনে চলে তবেই তাদের সন্তান সুখী হয়। প্রয়োজনে সন্তানের কাছ থেকে লুকিয়েও রাখতে হয় কিছু জিনিস। 

যেমন, সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে কখনই তার কাছে নিজেদের সম্পত্তির কথা বলবেন না। এমন কোনও কথা তার সামনে বলবেন না যাতে সে অন্য পাঁচজনের থেকে নিজেকে আলাদা ভেবে বসে। 

আপনার বাচ্চা যদি রাস্তাঘাটে বন্ধুবান্ধবদের সঙ্গে কোনও ঝামেলা করে তাহলে তাকেই সেই সমস্যার করতে বলুন। কখনও নিজেরা যাবেন না মিমাংসা করতে। গেলেও নিরপেক্ষ থাকুন। 

সন্তানের কাছে কখনও কারও নিন্দা করবেন না। প্রতিবেশী বা পরিবারের কোনও সদস্যদের সম্পর্কে খারাপ কথা বলবেন না। 

সন্তান যেন সব ব্যাপারে নাক না গলায়, সেটা খেয়াল রাখুন। তাকেও কথা বলতে দিন। তবে খেয়াল রাখুন অবাঞ্চিত কথা যেন সে না বলে। 

সন্তানকে সরি বলতে শেখান। যদি দেখেন সন্তান ভুল করছে তাহলে তাকে সরি বলতে শেখান। যে যেন ভুল করলেই তা স্বীকার করে নেয়। সেই শিক্ষা দিন।

সন্তানের সামনে কখনও দাম্পত্য কলহে জড়াবেন না। স্বামী-স্ত্রীর মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন, তার আঁচ যেন সন্তান না পায়।