BY- Aajtak Bangla

শরীরেই তৈরি হবে ইনসুলিন, শুধু খান এই ফুল, গায়েব হবে সুগার 

26 April  2024

ডায়াবেটিসে আজকাল অনেকেই আক্রান্ত হচ্ছেন। তাই সুগারের রোগীদের সংখ্যা বাড়ছে।

এখন অনেক অল্পবয়সীরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। ডায়াবেটিসে আক্রান্ত হলে খাবারে একাধিক বিধিনিষেধ মানতে হয়।

 ডায়াবেটিসে আক্রান্ত হলে নানা ওষুধ খেতে হয়। আবার সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য ইনসুলিনও নিতে হয়।

তবে আর ওষুধ-ইনসুলিন লাগবে না। শুধু খান পনির ফুল। এই ফুল খেলেই জব্দ হবে ডায়াবেটিস। .

 পনির ফুলকে পনির ডোডাও বলা হয়। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের জন্য এই ফুল মহৌষধ। 

পনির ফুল খেলে অগ্ন্যাশয়ের বিটা কোষ নিরাময়ে কাজ করে। অগ্ন্যাশয় শরীরে ইনসুলিন তৈরির কাজ করে। তাই এই ফুল খেলে শরীরে ইনসুলিন তৈরির প্রক্রিয়া চালু হবে। 

কীভাবে খাবেন? ৭-৮টি পনির ফুল এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ওই জল গরম করে খান। তারপরে আর কিছু খাবেন না। ।  

পনির ফুল গুঁড়ো করে সেবন করলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।