BY- Aajtak Bangla

প্রেমিক স্বামী হলেই সমস্যা শুরু? সম্পর্ক ভাল রাখতে মানুন গৌরগোপাল দাসের কথা

24th March, 2024

মোটিভেশনল স্পিকার ও ধর্মীয় ব্যক্তিত্ব গৌর গোপাল দাসের কথা শুনতে ভালোবাসেন অনেকেই।

জীবনে অনেক সমস্যায় পথ দেখায় গোর গোপাল দাসের সহজ টিপস।

প্রেম ও বিয়ে নিয়ে তাঁর দেখানো পথ অনেককে দিশা দেখাবে।

প্রেমে অনেকেই ভেঙে পড়নে। ভাবেন, প্রেমে পড়র ময় এমন অন্ধ হয়ে গেলাম কীভাবে।

গৌরগোপাল দাস মনে করেন প্রেম অন্ধই। প্রেমে পড়ার সময় মানুষ কখনও নেতিবাচক দিকগুলোর দিকে তাকায় না। দা তেল, শুকনো লঙ্কা, হিং।

সারাজীবন মানিয়ে চলতে পারবেন কিনা, তাও ভাবে না মানুষ। শুধু ঝাঁপিয়ে পড়ে।

এরপর প্রেম বিয়ে পর্যন্ত গড়াতেই চোখ খুলে যায়। একসঙ্গে থাকতে গিয়েই ঠোকাঠুকি লাগে অনেক সময়।

বিয়ের পর তখন মনে হয়, এই বিষয়গুলো আগে ভাবিনি কেন। তাই বিয়েকে বলে আই ওপেনার।

তাহলে প্রেম করে বিয়ে করলেই কি মোহভঙ্গ? গৌরগোপালের কথায়, লাভ ইজ ব্লাইন্ড, ম্যারেজ ইজ আই ওপেনার।

তাঁর কথায়, প্রেম মানেই ঝুঁকি কিন্তু তা একটু হিসেব কষে নিলে ভাল।

প্রেমে পড়ার সময় আবেগের পাশাপাশি মাথাটাকেও কাজে লাগাতে হবে।

একটু চোখ কান খোলা রেখে প্রেম করলে ধাক্কা কম খাবেন।