24 April, 2024

BY- Aajtak Bangla

ব্রিটিশ যুগের টোটকা, এই ফল নারকেল তেলে দিলে গজাবে না পাকা চুল 

এখন কম বয়সেই অনেকের চুল পাকছে। মানসিক চাপের কারণেই তা হয়। বংশগত কারণেও চুল পেকে যায়। 

অতিরিক্ত ধূমপান, ভিটামিন বি ১২-এর অভাব ও থাইরয়েড হরমোনের ঘাটতি হলেও চুল পাকে।

পাকা চুল কালো করতে নানা রাসায়নিক রং ব্যবহার করেন অনেকে। যা ক্ষতিকর। আরও পাকিয়ে দেয় চুল। 

পাকা চুল যাতে কমানো যায় সেজন্য রয়েছে একটি ফল। এই ফল দিয়েই হতে পারে মুশকিল আসান। 

 আমলকিতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি। পাকা চুলের বৃদ্ধি আটকায়। কীভাবে তেল তৈরি করবেন?

আমলকি ছোট ছোট টুকরো করে রোদে শুকিয়ে নিন। নারকেল তেল ফুটিয়ে নিন।

গরম নারকেল তেলে আমলকি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। প্রতিদিন রাতে এই তেলের মালিশ করুন।

আমলকি গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে ঘন মিশ্রণ বানান। মাথার ত্বকে প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট ধরে শুকোন। এরপর শ্যাম্পু করুন। 

সপ্তাহে ২ থেকে ৩ বার প্যাকটি ব্যবহার করুন। পাকা চুল হবে কালো।

আমলকির রসও খেতে পারেন। নিয়মিত রস খেলে পাকা চুল গজানো থেকে মুক্তি পাবেন।