25 April, 2024

BY- Aajtak Bangla

যারা অপমান করে তাদের এভাবে জবাব দিন, বাতলে দিলেন জয়া কিশোরী

জয়া কিশোরী দেশের একজন সুপরিচিত গল্পকার ও মোটিভেশনাল স্পিকার।

সোশ্যাল মিডিয়ায় জয়া কিশোরীর ভিডিও অনেক ভাইরাল হয়ে থাকে। মানুষ  সাফল্য পেতে তারটিপস অনুসরণ করে। 

জয়া কিশোরী নিজেই অনেক সাক্ষাৎকারে  বলেছেন যে এই পৃথিবীতে যারা আপনাকে ছোট করার চেষ্টা করে তাদের সঙ্গে  তর্ক করা উচিত। বরং তাদের উত্তর দেওয়ার জন্য কাজ করুন।

জয়া কিশোরী বলেন, আপনি যা ভাবছেন তা থেকে পরিবর্তন আসতে পারে না, পরিবর্তন আসবে আপনার কাজের মাধ্যমে।

যারা আপনার স্বপ্ন দেখে হাসছে, তাদের হাসতে দিন। আপনি সফল হলে  এই লোকেরাই অভিনন্দন জানাতে আসবে।

যারা অপমান করে,  তাদের সঙ্গে  থাকার দরকার নেই, এমনকি তারা আপনার পরিবার বা বন্ধু হলেও।

আপনি যখন মনে করেন যে আপনি নেতিবাচকতা থেকে দূরে আছেন, তখনি বুঝুন আপনি সঠিক পথে হাঁটছেন।

জীবন আপনার। নিজের  উপায়ে এবং  শর্তে জীবনযাপন করুন।  শুধুমাত্র অন্যদের খুশি করকে আপনি যা চান তা করবেন না।

কাজ করলে ভুল হবে, তবে এসব ভুলের কারণে হতাশ, নিরাশ  বা রাগ করবেন না। তাদের ভালবাসা দিয়ে সংশোধন করুন।