28 April, 2024

BY- Aajtak Bangla

কলকাতার এই সরকারি হাসপাতালেই বাতের সেরা চিকিৎসা হয়, জেনে রাখুন

আজকাল অনেকেই বাতের সমস্যায় জেরবার। চিকিৎসা বলতে সেই তেল মালিশ কিংবা হরেক কিসিমের টোটকা।

অনেকেই জানেন যে কলকাতায় কোথায় বাতের চিকিৎসা হয়। আপনিও যদি বাতের সমস্যায় জেরবার হন, তাহলে এই তথ্যা আপনার কাজে লাগবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী যে কোনও রোগে আক্রান্ত মানুষের মধ্যে ৩০ শতাংশের গাঁটের ব্যথা থাকে। সে সবই যে খুব গুরুতর, তেমন নয়।

তবে ওই ৩০ শতাংশের মধ্যে ১০ শতাংশ রোগীর গাঁটের ব্যথার চিকিৎসা প্রয়োজন হয়। রোগ গুরুতর হলে দু’ধরনের থেরাপির মাধ্যমে চিকিৎসা সম্ভব।

এর মধ্যে সব থেকে ব্যয়বহুল হল ইনফ্লিক্সিম্যাব। খরচ প্রায় ৭-৮ লক্ষ টাকা। 

দ্বিতীয়টি হল রিটুক্সিম্যাব। তাতেও খরচ প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। সাধারণ মানুষের পক্ষে এই চিকিৎসা অসম্ভব।

তবে, এখন সরকারি হাসপাতালেই বাতের চিকিৎসা হচ্ছে।

সারা রাজ্যে একমাত্র কলকাতার এসএসকেএম হাসপাতালেই রয়েছে রিউম্যাটোলজি বিভাগ, যেখানে শুধু বাতের চিকিৎসা হয়।

যারা বিভিন্ন বাতের সমস্যায় ভোগেন, তাঁরা এখানে গিয়ে চিকিৎসা পেতে পারেন। এটাই বাতের চিকিৎসার জন্য রাজ্যের সেরা প্রতিষ্ঠান।