BY- Aajtak Bangla

তুলসী গাছের কাছে রাখুন এই ছোট্ট জিনিস, ধন-সম্পদ উপচে পড়বে

28 April, 2024

শাস্ত্রমতে, তুলসী গাছ অত্যন্ত পবিত্র। বাড়িতে তুলসী গাছ থাকলে দেবী লক্ষ্মী সন্তষ্ট হন। বাড়ির মঙ্গল হয়।

তবে জানেন কি তুলসী গাছের তলায় কড়ি রাখলে ধন সম্পদের কোনওদিন অভাব হয়  না? শাস্ত্রমতে, গৃহস্থের বাড়িতে তুলসীতলায় কড়ি রাখা খুব শুভ। 

কড়ি রাখলে দেবী লক্ষ্মী ও নারায়ণ সেই পরিবারের প্রতি মুখ তুলে চান। সেই বাড়িতে শান্তি বিরাজ করে।

তবে সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পর তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত নয়। তুলসী গাছ সূর্যাস্তের পরে ঘুমিয়ে যায়৷ এই সময় গাছ স্পর্শ করলে দেবী লক্ষ্মী অসন্তষ্ট হন। 

আবার তুলসী গাছে জল দেওয়ার নিয়ম আছে। রবিবার ভুলেও জল দেবেন না গাছে। এই দিন গাছে জল দিলে বাড়ির ক্ষতি হয়। 

তুলসী গাছের পুজো করার সেরা সময় মনে করা হয় ভোরবেলা। এই সময় প্রদীপ জ্বালালে দেবতা খুব খুশি হন। 

এই সময় তুলসীতে জল নিবেদন করতে না পারলেও, সূর্যোদয়ের দুই ঘণ্টা পরের সময় জল নিবেদন ও তুলসী পুজোর জন্য শুভ বলে মনে করা হয়। 

শাস্ত্র মতে, তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। খাঁটি ঘি অথবা সর্ষের তেলে প্রদীপ জ্বালান। তাহলে বাড়িতে শান্তি আসবে।