28 April, 2024

BY- Aajtak Bangla

গরমেও ছাদ থাকবে ঠান্ডা, সহজ কৌশলটা জানা আছে? 

গরমকালে ছাদ গরম হয়ে যায়। তাপ এতটাই থাকে যে, বেলার দিকে তো বটেই, বিকেলের পরও পা রাখা যায় না। ফলে সন্ধেবেলাতেও ছাদে ওঠা যায় না।

তবে কতগুলো কৌশল আপনার জানা থাকলে ছাদ ঠান্ডা রাখা যাবে। কী কী সেই কৌশল আসুন জেনে নিই।  

ছাদ ঠান্ডা রাখার সবথেকে সহজ কৌশল হল, বিকেলের পর ছাদে জল দিন। বালতি বা মগে করে ছাদে জল ঢালুন। তাহলে ছাদের গরম ভাব কমে যাবে। 

ছাদের নিচের ঘরও তাহলে গরম থেকে মুক্তি পাবে। ঠান্ডা থাকবে ঘর। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ছাদের নিচের ঘরে গরম কমে গেছে। 

ছাদ ঠান্ডা রাখার আর এক সহজ কৌশল হল খড়কুটো ছড়িয়ে দেওয়া। ছাদের উপর খড়, গাছের ডাল ইত্যাদি ছড়িয়ে রাখুন। তাহলে তাপ কম লাগবে। 

খড় ছাদের উপর ছড়িয়ে দেওয়া সবথেকে ভালো পদ্ধতি। খড় কিনে তা ছাদের মধ্যে বিছিয়ে দিন। তাতে খুব ভালো কাজ হবে। ছাদ আর গরম হবে না। 

ছাদ ঠান্ডা রাখার আর এক সহজ কৌশল হল ছাদে সাদা রং করা। এই রঙগুলি সূর্যরশ্মিকে প্রতিফলিত করে তাপ নিরোধকের কাজ করে। এর সাহায্যে ঘর ঠান্ডা রাখা যায়। 

তবে আর্থিক কারণে ছাদ রং করা তো সবার পক্ষে সম্ভব নয়। সেজন্য ছাদের চুন লাগান। এতেও একই কাজ হবে। 

সোলার প্যানেল দিয়েও ছাদ ঢেকে দিতে পারেন। এতে প্রাথমিকভাবে খরচ হলেও সারাজীবন উপকার কম পাবেন। একদিকে ছাদ ঢাকা পড়বে অন্যদিকে সৌরশক্তির সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ আপনি ব্যবহার করতে পারবেন।