BY- Aajtak Bangla

মা-বাবার এই ছোট্ট অভ্যাসেই সন্তান হবে স্মার্ট, এগিয়ে থাকবে সবকিছুতে

26 February, 2024

সন্তানকে ছোট থেকে বড় করে তোলার সফরটি মা-বাবার কাছে এক সুখের যাত্রা।  

যেখানে সব মা-বাবা চায় তাদের সন্তান বুদ্ধিমান এবং স্মার্ট হয়। শিশুর সম্পূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মা-বাবার মনোভাব এবং তাদের দেওয়া পরিবেশ ।

সাধারণত ৫ বছর বয়সের মধ্য়েই শিশুদের মস্তিস্কের সম্পূর্ণ  বিকাশ ঘটে ফলে এই বয়স থেকেই  তাদের সঠিক জিনিস শেখানো উচিত তবেই তারা হয়ে উঠবে স্মার্ট।

শিশুদের মুখে বুলি ফুটতে শুরু করলে তাদের অন্য়ান্য় শারীরিক বিকাশ ঘটতে থাকে । তাই এই সময় শিশুদের শারীরিক ক্রিয়াকলাপের উপর নজর রাখা উচিত ।

শিশুদের দিয়ে গেমস খেলাতে পারেন এতে মজার ছলে তাদের মস্তিকের বিকাশ ঘটে ।

শিশুকে জাদুঘর এবং লাইব্রেরির মতো জায়গায় নিয়ে যেতে পারেন এতে তাড়াতাড়ি শিশুর জ্ঞানের বিকাশ ঘটে  ।

শিশু এখানে অনেক কিছু দেখতে পারবে যার ফলে তার নানা বিষয়ে জানার আগ্রহ বাড়বে ।

শিশুরা ছোটো খাটো সমস্য়ায় পড়লে তা আপনি আগেই সমাধান করবেন না দেখুন আপনার শিশু কী করে।

কথা বলার সময় তাদের কথা বলার সুযোগ দিন এবং মৃদু স্বরে কথা বলুন তাদের সঙ্গে, এতে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে।

সব শিশুর বিকাশ এক হয় না প্রতিটি শিশু তার নিজস্ব গতিতে বিকাশ লাভ করে ফলে কখনই নিজের সন্তানকে অন্য় বাচ্চাদের সঙ্গে তুলনা করবেন না এবং তাদের উপর অতিরিক্ত বোঝা চাপানো উচিত নয় ।