BY- Aajtak Bangla

২ টনের এসি চালান এভাবে, বিল আসবে নামমাত্র

28 April  2024

গরম যে মাত্রায় পৌঁছাচ্ছে তাতে বহু মানুষ এসি লাগাতে বাধ্য হচ্ছে। কিন্তু এসি তো শুধু লাগালেই হয় না, তার সঙ্গে লম্বা চওড়া বিলও গুনতে হয়।

আপনার বাড়িতেও যদি দু টনের এসি থাকে এবং আপনি চান আপনার বিল কম আসুক তাহলে আজকের এই টিপসগুলি আপনার জন্যে। 

অনেকেই মনে করেন যে সবচেয়ে কমে এসি চালিয়ে দিলেই সঙ্গে সঙ্গে ঘর ঠাণ্ডা হয়ে যাবে। কিন্তু এটা একেবারেই ভুল। আপনি এসি সব সময় ২৪ এ রাখবেন তাহলে এসিও ভাল থাকবে এবং বিলও অনেকটা কম আসবে। 

এসির মধ্যে যদি ধুলো পড়তে থাকে তাহলে ঠাণ্ডা হাওয়া বের হতে খুব সমস্যা হয়। তাই মাঝেমধ্যেই এসির জালগুলি পরিষ্কার করে নেবেন এবং সার্ভিসিং করাবেন তাহলে বিলের খরচ নিয়ে চিন্তা করতে হবে না।

এসি চালানোর সময় মনে করে দরজা এবং জানলা ভালো করে বন্ধ করে রাখবেন। সম্ভব হলে স্বয়ংক্রিয় দরজা বসাতে পারেন তাহলে বারংবার বন্ধ করার ঝামেলা থাকবে না। আর অল্প সময়েই আপনার ঘর ঠাণ্ডা হয়ে যাবে। 

এসির সঙ্গে যদি আপনি ফ্যান চালান তাহলেও আপনার বিল কম আসবে। কারণ এসি আর ফ্যান একসঙ্গে চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এছাড়াও আপনি কিছুক্ষন এসি চালিয়ে ঘর ঠান্ডা করে নিয়েও ফ্যান চালিয়ে ঘুমাতে পারেন। 

একটানা অনেকক্ষণ যদি আপনি এসি চালিয়ে রেখে দেন তাহলে বেশি বিল আসতে বাধ্য। তারচেয়ে আপনি টাইমার ব্যবহার করতে পারেন। আপনার যতক্ষণ এসি দরকার ততক্ষন টাইমার সেট করবেন তাহলে এসি নিজে থেকে বন্ধ হয়ে যাবে অযথা বেশি কারেন্ট পুড়বে না।