BY- Aajtak Bangla

ব্যাঙের বিয়ে দিলে কি সত্যিই বৃষ্টি হয়? জানুন

27 April  2024

প্রবল গরমে পুড়ছে কলকাতা-সহ রাজ্য। বহু জেলায় চলছে তাপপ্রবাহ। এই গরমে বৃষ্টির দেখা নেই।

বৃষ্টি কবে হবে, সে ব্যাপারে এখনও কোনও আশার বাণী শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টির আশায় অনেকেই ব্যাঙের বিয়ে দিচ্ছেন। বৃষ্টির দেবতা বরুণকে তুষ্ট করতে এই রীতি পালন করা হয়।

বৃষ্টি যাতে হয়, তার জন্য অনেকেই ব্যাঙের বিয়ে দিয়ে থাকেন। ব্যাঙের বিয়ে দিলে কি সত্যিই বৃষ্টি হয়? .

আসলে ব্যাঙের বিয়ে একটি ব্রত। প্রাচীন কাল থেকে এই লোকাচার চলে আসছে।

ঠিক কবে থেকে এই লোকাচারের রেওয়াজ চলছে, তা অবশ্য জানা যায়নি। বহু লেখক বলেছেন যে, এটা ভাঙালির জীবনের লোকাচারের অংশ। এর সঙ্গে বিজ্ঞানের কোনও যোগ নেই।

আবার, আরও একটি দিক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ব্যাঙকে প্রজননের প্রতীক হিসাবে। ব্যাঙ জলে ডিম পাড়ে। ।  

এই কারণেও ব্যাঙের বিয়ে দেওয়া হয়। তারপরে তারা ডিম পাড়লে জল দরকার। তাই বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়। তবে সবটাই প্রচলিত বিশ্বাস।