BY- Aajtak Bangla

রচনার বড় প্রতিশ্রুতি, 'জয় হুগলি' স্লোগান দিয়ে কী বললেন দিদি নং ১

17  March  2024

 প্রথমবার ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী রচনা। 

শনিবার তৃণমূল প্রার্থী হিসাবে প্রথম বার হুগলিতে গেলেন একদা টলিপাড়ার সুপারহিট নায়িকা।

  সিঙ্গুরে ডাকাত কালি মায়ের মন্দিরে পুজো দিয়ে ভোটপ্রচার শুরু করেন রচনা।

রচনাকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো।

দেওয়াল লিখনও করতে দেখা গেল দিদি নং ১-কে।

পরে প্রথমবার সভায় হুগলিবাসীর উদ্দেশে রচনা বললেন, 'জান-প্রাণ দিয়ে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) ভরসার মান রাখব।'

এরপরই রচনা বলেন, 'আমরা দেখিয়ে দেব লোকসভা ভোটে কারা জয়ী হয়।' এরপরই 'জয় বাংলা' স্লোগান দেন রচনা। বলেন, 'নতুন বাংলা দেখাব।'

'জয় হুগলি' স্লোগানও দেন রচনা। নারীশক্তির কথাও তুলে ধরেন তৃণমূলের তারকা প্রার্থী।

তারপরেই রচনার প্রতিশ্রুতি, 'যদি সঙ্গে থাকেন, পাশে থাকেন, ৪ জুন ভোটের ফল বেরোবে। এখন দূর থেকে দেখছেন। তারপরে নিজেদের ঘরের পাশে রচনা ব্যানার্জিকে পাবেন। কথা দিয়ে গেলাম।'