BY- Aajtak Bangla

ভয় করেই চলতেন শিবকে, ভাল বর পেতেই কি শিবরাত্রি পালন সৌমিতৃষার?

9th March, 2024

‘আমি কৃষ্ণভক্ত’। একথা বহুবার বলেছেন 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডু।

সৌমিতৃষা কুণ্ডু কৃষ্ণের প্রতি ভালোবাসা সকলেই জানেন। সম্প্রতি তিনি মথুরা-বৃন্দাবন থেকেও ঘুরে এসেছেন।

সেই সৌমিতৃষা নাকি শিবকে বড় ভয় করে চলতেন। কারণ তিনি মনে করতেন যে শিবের পুজো করলে খারাপ বর পাওয়া যায়।

তবে সেই ভয় কাটিয়ে গত তিন বছর ধরেই মিঠাই রানি শিবরাত্রি পালন করে চলেছেন।

ব্যতিক্রম হল না এই বছরও। নিষ্ঠাভরেই শিবরাত্রি পালন করলেন অভিনেত্রী।

শহরেরই এক কালীবাড়িতে শিবরাত্রি পালন করেন সৌমিতৃষা।

এইদিন তিনি পরেছিলেন ঘিয়ে রঙের প্রিন্টেড শাড়ি, সঙ্গে লাল ব্লাউজ, কানে সোনার কানবালা, কপালে লাল টিপ।

সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে শিবের পুজো করতে দেখা গিয়েছে।

শিবকে সঙ্গে নিয়ে ছবিও তুলেছেন তিনি। এই ছবির ক্যাপশনে মিঠাই লিখেছেন, শিবরাত্রির শেষ প্রহরে, হর হর মহাদেব।

সৌমিতৃষা স্বপ্নে শিবকে দেখার পরই শিবরাত্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।