BY- Aajtak Bangla

লাল রঙে টুইনিং, শ্রীময়ীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন কাঞ্চন

4th March, 2024

২ মার্চ বিয়ে হয়ে গেল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর। ধুমধাম করে বাঙালি রীতি মেনেই বিয়ে করেন তাঁরা।

এবার শ্বশুরবাড়ি যাওয়ার পালা। চেনা বাপের বাড়ি ছেড়ে নতুন জীবনে প্রবেশ করলেন শ্রীময়ী।

চোখের জলে ভিজে, মা-বাবার ঋণ কনকাঞ্জলিতে শোধ করে পা বাড়িয়েছেন শ্বশুরবাড়িতে। সারাটা পথ তাঁকে আগলেছেন বিধায়ক-অভিনেতা।

বিয়ে মিটতেই বরের পদবি নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন তিনি। শ্রীময়ী এখন চট্টরাজ-মল্লিক।

সেরেছেন বাসি বিয়েও। তবে কাঞ্চনের বাড়ির প্রতিটি সদস্যেই শ্রীময়ীর কাছে বড্ড চেনা। তাই অসুবিধা হয়নি।

নিয়ম অনুযায়ী সকালে শ্বশুরবাড়িতে পা রাখেন শ্রীময়ী। এবার ভাত-কাপড়ের পালা।

বউভাতের সকালে শ্রীময়ী ও কাঞ্চনকে দেখা গেল লাল রঙের পোশাকে।  ছবি সৌজন্যে: birdlens creation

শ্রীময়ী পরেছিলেন লাল রঙের শাড়ি আর কাঞ্চনের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবী।  ছবি সৌজন্যে: birdlens creation 

স্ত্রীর হাতে ভাত-কাপড়ের থালা হাতে নিয়ে সারাজীবনের দায়িত্বভার গ্রহণ করলেন কাঞ্চন।  ছবি সৌজন্যে: birdlens creation 

একেবারে পঞ্চ ব্যাঞ্জন সাজিয়ে শ্বশুরবাড়িতে প্রথম ভাত খেলেন শ্রীময়ী।  ছবি সৌজন্যে: birdlens creation 

কাঞ্চন উপহারে শ্রীময়ীকে দিলেন সোনার লোহা বাঁধানো। নিজের হাতে পরিয়েও দেন।  ছবি সৌজন্যে: birdlens creation

আগামী ৬ মার্চ শ্রীময়ী ও কাঞ্চনের রিসেপশন। সেখানে টলি পাড়ার তারকাদের দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।  ভিডিও সৌজন্যে: তথাগত ঘোষ