24 April, 2024

BY- Aajtak Bangla

লক্ষ্যে পৌঁছবেন সহজেই, কালামের ৫ টিপসেই ঘুরে দাঁড়ান  

এপিজে আবদুল কালামকে কে না চেনে? বিরাট বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। সাধারণ পরিবার থেকে তাঁর উত্থান দেখার মতো।

এপিজে আবদুল কালাম ৭ টিপস দিয়েছেন, যা মেনে চললে আপনিও হবেন সফল।

স্বপ্ন দেখা- স্বপ্ন দেখুন। যাতে নিজের লক্ষ্য বেছে নিতে পারেন।

কঠিন পরিশ্রম করুন। বিশ্রাম বা থামবেন না। দরকারে কাজ দিন। 

সাহায্য- অন্যকে সাহায্য করুন। হিংসে নয়, সাহায্য করলেই মানবিকতা ও নেতৃত্বগুণ বাড়বে।  

শিক্ষা- জ্ঞানই মানুষকে পরিশীলিত করে। জ্ঞান আনে সাফল্যও। 

মূল্যবোধ- শিক্ষার সঙ্গে মূল্যবোধ জরুরি। সাফল্য পেতে শর্টকাট নেবেন না। 

বন্ধুত্ব- একাকীত্ব অবসাদ তৈরি করে। বন্ধুত্ব করুন। মানুষের সঙ্গে মিশুন। দেখবেন পথ বেরিয়ে আসবে। 

পরিবারে প্রেম- বাড়িতে অশান্তি, ঝামেলা করবেন না। নিজেকে শান্ত রাখুন।

সংবেদনশীল হোন। অন্যের পাশে দাঁড়ান। এটাই তৈরি করে নেতৃত্বগুণ।