9 April, 2024

BY- Aajtak Bangla

পঞ্চায়েত-মির্জাপুর এবং... এপ্রিলে যে ১০ ওয়েব সিরিজ মিস করা যাবে না

ওয়েব সিরিজ দেখতে কমবেশি সকলেই ভালবাসে। ওয়েব সিরিজ দেখে কেউ নিজের অবসর সময় কাটায় কেউ আবার মন ভাল করে।

অসুর (Asur) ২০২০ সালে ভুটে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজটি আধুনিক যুগের সঙ্গে পৌরাণিক কাহিনির এক অটুট মেলবন্ধন ঘটিয়েছে।

পঞ্চায়েত (Panchayat) ২০২০ সালে অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটি ফুলেরা নামের একটি গ্রামের পঞায়েত ব্যবস্থা ও গ্রামের সাধারণ জীবন যাপনের পাশাপাশি গ্রামের মানুষদের যে একাত্মিক সম্পর্ক তা ফুটে উঠেছে এই সিরিজে । 

ফ্লেমস (Flames) ২০১৮ সালে অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটি মূলত একটি রোম্যান্টিক প্রেমের সিরিজ। এখনও পর্যন্ত এই সিরিজটির চারটি সিজন মুক্তি পেয়েছে। পশ্চিম দিল্লির একটি টিউশন সেন্টারে একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের কাহিনিকে ঘিরে তৈরি এই সিরিজটি।

 মির্জাপুর (Mirzapur) ২০১৮ সালের ১৬ নভেম্বর অ্যামাজন প্রাইমে এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পায়। মূলত এই সিরিজটি একটি ক্রাইম-থ্রিলার সিরিজ। ২০২০ সালের ২৩ অক্টোবর এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায়।  এই বছর এই সিরিজটির তৃতীয় সিজন মুক্তি পেতে চলেছে।

পাতাললোক (Patal Lok) অ্যামাজন প্রাইমে ২০২০সালের ১৫ মে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটি মূলত একটি ক্রাইম-থ্রিলার সিরিজ। ২০১০ সালে তরুণ তেজপালের লেখা উপন্যাস দ্য স্টোরি অফ মাই অ্যাসেসিন্স এর উপর ভিত্তি করে সিরিজটি তৈরি।

দ্য ফ্যামিলি ম্যান (The Familyman) ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর আমাজন প্রাইমে এই ক্রাইম-থ্রিলার সিরিজটির প্রথম সিজন মুক্তি পায়।  ২০২১ সালের ৪ জুন দ্বিতীয় পার্টটি মুক্তি পায়।২০২৪ সালে সিরিজটির তৃতীয় সিজন মুক্তি পেতে চলেছে।

দ্য রেলওয়েম্যান (The Railwayman) দ্য আনটোল্ড স্টোরি অফ ভোপাল, ১৯৮৪ সালে ভোপালে রাসায়নিক কোম্পানি ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের প্ল্যান্টে গ্যাস লিক করার ফলে, কী হয়েছিল সেই বিষয়কে কেন্দ্র করে ২০২৩ সালে নেটফিক্সে এই সিরিজটি মুক্তি পায়।

হাউস অফ সিক্রেট- দ্য বুরারি ডেথ (House of Secrets: The Burari Deaths 2021)   ২০২১ সালে নির্মিত এই সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পায়। ৩০ জুন , ২০১৮ সালে দিল্লির একটি পরিবারের ১১ জন ব্যক্তির একসঙ্গে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মূল সিরিজটি নির্মিত।

গান্স অ্যান্ড গুলাব (Guns and Gulaabs) ১৮ অগাস্ট ২০২৩ সালে নেটফ্লিক্সে এই সিরিজটি মুক্তি পায়। মূলত এটি একটি ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার। ৯০ দশকের ডন ও ক্রাইমকে ঘিরে এই সিরিজটি গড়ে উঠেছে।

কিলারস্যুপ (Killer Soup) ২০২৪ সালের ১১ জানুয়ারি নেটফ্লিক্সে মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেন শর্মা অভিনীত এই সিরিজটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। যেখানে একজন সাধারণ বাড়ির বউ তার প্রেমিক সঙ্গে ষড়যন্ত্র করে তার স্বামীকে খুন করার গল্প। এটি ২০১৭ সালে ঘটে যাওয়া তেলঙ্গানার একটি সত্যি ঘটনা। ক্রিয়েটর: ঋত্বিকা ঘোষ