BY- Aajtak Bangla

অমিতাভের নায়িকা থেকে দিদি নম্বর ১, জানুন রচনা হয়ে ওঠার গল্প

10th March, 2024

r

এই বছর লোকসভা নির্বাচনে হুগলিতে দুই টলিউড নায়িকার লড়াই জমে উঠবে।

হুগলি কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন তৃণমূল। আর যেখানে বিজেপির হয়ে লড়বেন লকেট চট্টোপাধ্যায়।

কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা রচনার সঙ্গে হুগলির সে অর্থে সরাসরি কোনও যোগ নেই। তবে দিদি নম্বর ১-এর দৌলতে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা।

কলকাতাতে জন্ম রচনা বন্দ্যোপাধ্যায়ের। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। ছোটবেলায় তাঁর নাম দেওয়া হয়েছিল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়।

পরে বিনোদন জগতে আসার পর তাঁর নাম হয় রচনা। বাংলা সিনেমা ছাড়াও প্রচুর ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন তিনি।

তামিল এবং তেলুগু ভাষার সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গেও অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে রচনার।

কিন্তু গত কয়েক বছর ধরে টেলিভিশন দুনিয়ায় বিপুল সাফল্য পেয়েছেন রচনা। তাঁর সঞ্চালনায় ‘দিদি নম্বর ১’ সুপারহিট।

বড়পর্দায় আর সেভাবে দেখা যায় না রচনাকে। দিদি নম্বর ১ রচনাকে দারুণ জনপ্রিয়তা এনে দিয়েছে।

কয়েকদিন আগেই সেই শোতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই রচনার ভোটে লড়ার জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে।

১০ মার্চ ব্রিগেডের ‘জনগর্জন সভা’ থেকে সেই জল্পনার অবসান হল। হুগলি কেন্দ্র থেকে লোকসভায় তৃণমূলের প্রার্থী হলেন রচনা।