BY- Aajtak Bangla

AC-র আউটডোর ইউনিট ঘরের এখানে লাগালেই বেশি ঠান্ডা হবে, খরচও বাঁচবে, জানুন

21 April  2024

তীব্র গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা সকলের। গা-জ্বালানি গরম থেকে রেহাই পেতে তাই এখন সকলেরই ভরসা এসি।

অসহ্য গরমের সঙ্গে মোকাবিলা করতে হলে এসির তলায় থাকতেই হবে। তা না হলে একেবারে নাজেহাল অবস্থা।

এই গরমে তাই এসির বিক্রি বেড়েছে। অনেকেই এসি লাগাচ্ছেন ঘরে।

তবে এসি কেনার পর বাড়িতে লাগানো একটা ঝক্কি বটেই। ঘরের কোথায় এসির আউটডোর ইউনিট বসানো হবে, তা নিয়ে  অনেকেই চিন্তায় পড়েন।

বিশেষজ্ঞদের মতে, এসির আউটডোর ইউনিট অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই এটি সঠিক জায়গায় বসালে তবেই ঘর ভাল ঠান্ডা হবে।

শুধু কী তাই, ঘরের সঠিক জায়গায় আউটডোর ইউনিট বসালে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং বিলও কম আসবে।

এসির আউটডোর ইউনিট বসানোর সেরা জায়গা হল ছাদ।

তবে যাঁরা একতলায় থাকেন। তাঁদের জন্য আউটডোর ইউনিট বসানোর সেরা জায়গা হল বারান্দা।