21 April, 2024

BY- Aajtak Bangla

রোজকার এই ৯ জিনিস কাঙাল করে, আজই বাড়ি থেকে বিদেয় করুন

বাস্তু অনুযায়ী ভুল জিনিস বাড়িতে থাকলে নানা সমস্যায় পড়তে হয়। উন্নতির পথে আসে বাধা। কোন কোন জিনিস বাড়ির বাইরে বের করবেন

বাস্তু অনুসারে বাড়িতে দেব-দেবীর পুরনো ও ভাঙা ছবি বা মূর্তি রাখবেন না। এই কারণে আর্থিক সংকটে পড়তে হয়। 

ঘরের মন্দিরে বা পুজোর ঘরে একই দেব-দেবীর একাধিক মূর্তি রাখবেন না। এর ফলে বাস্তু দোষ হয়।

ঘরে ভাঙা ও অকেজো পাত্র, আয়না, আসবাবপত্র, বাতি, ঝাঁটা, মগ, ঘড়ি রাখবেন না।  এতে নেতিবাচকতা বাড়ে। লক্ষ্মী ক্রুদ্ধ হন।

নটরাজের মূর্তি, শিব তাণ্ডব মুদ্রা, মহাভারত যুদ্ধের ছবি, তাজমহল, ডুবন্ত নৌকোর ছবি রাখবেন না।

কাঁটাযুক্ত গাছপালা, ক্যাকটাস ঘরে রাখবেন না। এতে উন্নতির পথে বাধা হয়।

ছেঁড়া এবং পুরানো কাপড় ঘর থেকে বের করে দিন। এর ফলে ঘরে আসে নেতিবাচক শক্তি।

বাড়ির ছাদে বেশি ময়লা থাকলে আর্থিক সংকটে বাড়ে। আবর্জনা ও পুরনো জিনিস রাখবেন না।

ঘরে আলমারি ভাঙা হলে কাজে বাধার সৃষ্টি হয়। তাই সারান অথবা আলমারি বদলান।

ঘরে কখনও মাকড়সার জাল হতে দেবেন না। ঘরের প্রতিটি কোণ পরিচ্ছন্ন রাখুন। অপরিষ্কার জায়গায় লক্ষ্মী থাকেন না।