27 April,, 2024

BY- Aajtak Bangla

অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে বিরাটকে টক্কর নারিনের, কত রান পিছিয়ে?

সুনীল নারাইন কমলা টুপির লড়াইয়ে প্রবলভাবে ঢুকে পড়লেন। 

তবে সবচেয়ে চমৎকার ব্যাপার হল, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম বিরাট কোহলি।

সারা বিশ্বের কাছে স্পিনার বলে পরিচিত হলেও আইপিএল-এ ওপেনার হিসাবে ব্যাট করতে নেমে নারাইন দারুণ সফল।

IPL-এ এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন নারাইন। করেছেন ৩৫৭ রান। তাঁর স্ট্রাইক রেট ১৮৪.০২। একটি শতরানও করেছেন তিনি।

কলকাতার হয়ে আগেও ওপেন করেছেন নারাইন। কিন্তু এ বারের মতো ধারাবাহিকতা কখনও দেখাতে পারেননি।

ব্যাটে যেমন রান পাচ্ছেন, তেমনই বল হাতে রান দিচ্ছেন না। ফলে কেকেআরের জন্য খুবই কার্যকরী ভূমিকা নিচ্ছেন নারাইন। সেই সঙ্গে চাপে ফেলছেন বিরাটকে।

এ বারের আইপিএলে ৯ ম্যাচে ৪৩০ রান করেছেন বিরাট। তাঁর থেকে ৭৩ রান পিছিয়ে নারাইন।

স্ট্রাইক রেটে অনেকটাই এগিয়ে কেকেআর ওপেনার। রানের তালিকায় তৃতীয় স্থানে রুতুরাজ গায়কোয়াড়।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৮ ম্যাচে ৩৪৯ রান করেছেন। চার নম্বরে রয়েছেন ঋষভ পন্ত।

তিনি ৯ ম্যাচে ৩৪২ রান করেছেন। পঞ্চম স্থানে রয়েছেন সাই সুদর্শন। তিনি ৯ ম্যাচে ৩৩৪ রান করেছেন।