BY- Aajtak Bangla

গরমে চলতে ফিরতে আইসক্রিম খাচ্ছেন? শরীরে কী বারোটা বাজছে জানেন

3  April  2024

আইসক্রিম কার না প্রিয় নয় বলুন। বাচ্চা থেকে বুড়ো, সকলেই আইসক্রিম খেতে পছন্দ করেন।

বিশেষত, এই গরমে অনেকেই বার বার আইসক্রিম খান।

অনেকেই মনে করেন, গরমে আইসক্রিম খেলে ঠান্ডা থাকবে শরীর। তবে এই ধারণা একেবারেই ভুল।

বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন আইসক্রিম খাওয়া মোটেই ভাল নয়। এতে শরীরে ক্ষতি হয়।

বেশি আইসক্রিম খেলে সুগার বেড়ে যায়। যা ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ।

আইসক্রিম খেলে ওজন বেড়ে যায়। শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ।

নিয়মিত আইসক্রিম খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। 

বেশি আইসক্রিম খেলে দাঁতের সমস্যা হতে পারে।