BY- Aajtak Bangla

নাভিতে ঢেলে দিন মাত্র ৪ ফোঁটা তেল, তারপর হবে 'ম্যাজিক' 

11 APRIL, 2024

মানব শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল নাভি। শরীরের একাধিক শিরা নাভির সঙ্গে যুক্ত থাকে।

নাভির নিয়মিত যত্ন নেওয়া জরুরি। শরীরের নানা রোগ থেকে মুক্তি হতে পারে সঠিক ভাবে নাভির যত্ন নিলে।

অনেকেরই অজানা নাভিতে নিয়মিত তেল মালিশ করা দারুণ উপকারী। 

নারকেল তেল, সর্ষের তেল, রোজমেরি অয়েল বা অন্য যে কোন তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। 

নাভিতে তেল দিলে মন শান্ত থাকে। মানসিক স্বাস্থ্যও ভাল থাকে।

পেটে গ্যাস বা অম্বলের সমস্যা থাকলে, নিয়মিত নাভিতে তেল লাগালে এই সমস্যা কমতে পারে।

চুলের সমস্যা সমাধান করতে অব্যর্থ ফল দেয় যদি আপনি নাভির যত্ন নেন।

নাভিতে তেল ব্যবহার করলে আপনি ড্রাই আইস বা শুষ্ক চোখের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।