BY- Aajtak Bangla

১০ বছর সিল্ক শাড়ির জেল্লা থাকবে নতুনের মতো, শুধু মানুন এই টিপস

24 APRIL, 2024

প্রতিটি বাঙালি মেয়ের কাছেই শাড়ি অত্যন্ত প্রিয়। শাড়ির যত্নও করেন মহিলারা।

তবে প্রতিটি শাড়ির যত্ন নেওয়ার পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। মাত্র কয়েকটি টিপসেই সিল্কের শাড়ির জেল্লা থাকবে নতুনের মতো।

কীভাবে সিল্কের শাড়িকে নতুনের মতো রাখবেন, জেনে নিন।

সিল্কের শাড়ি যত্ন করার জন্য বেশি পরিশ্রম করার দরকার নেই। সপ্তাহে একদিন সময় করে যত্ন নিলেই জেল্লা বাড়বে সিল্কের শাড়ির।

তার জন্য প্রথমে আলমারি থেকে সিল্কের শাড়িগুলি বের করে ভাঁজ খুলে নিন।

ভুলেও সিল্কের শাড়ি কাচতে যাবেন না। সব সময় ড্রাই ওয়াশ করবেন বা কোনও জায়গায় দাগ লাগলে, সেই জায়গাটি ভাল করে ধুয়ে নিন। 

যদি শাড়ি কাচার প্রয়োজন না থাকে, তাহলে ছাদেছায়ায় শাড়ির ভাঁজ খুলে ভাল করে মেলে দিন। এইভাবে ১ থেকে ২ ঘণ্টা রেখে দিন।

এই শাড়ি রোদের দিকে মেলবেন না। রোদে শাড়ি মেললে শাড়ির রং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

রোদ থেকে শাড়ি তুলে আনার পর হালকা হাতে ইস্ত্রি করে নিতে পারেন। সিল্কের শাড়ির উপর সুতির শাড়ি চাপা দিয়ে তারপর ইস্ত্রি করবেন।

 এরপর ভাল করে ইস্ত্রি করা হলে ছোটো করে ভাঁজ করে রাখুন। আলমারিতে রাখার সময় সাদা সুতির শাড়ি দিয়ে মুড়িয়ে রাখুন। লক্ষ্য রাখবেন শাড়িতে যেন টান না লাগে।