25 April, 2024

BY- Aajtak Bangla

অ্যানিমিয়া থেকে বাঁচায় এই ৭ খাবার, এক মাসেই উপচে পড়বে রক্ত

ফলিক অ্যাসিড, আয়রন এবং ভিটামিন বি১২-এর অভাবে লোহিত রক্ত ​​কণিকার সংখ্যা কমে। রক্তশূন্যতা দেখা দেয়।

অ্যানিমিয়া থেকে বাঁচাতে পারে ৭ খাবার। খেলেই বাড়তে থাকবে রক্ত।  

সজনে পাতা- প্রচুর পরিমাণে আয়রন ছাড়াও ভিটামিন এ, সি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে। যা বাড়ায় রক্ত ​​সঞ্চালন। হিমোগ্লোবিন তৈরি করে।

সজনে পাতা সেদ্ধ করে স্যুপ করে খেতে পারেন। এছাড়া চিবিয়েও খেতে পারেন। 

বিটরুট-আয়রনের ভালো উৎস। ফোলেট, ভিটামিন সি, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার আছে। বিটরুটের রস স্বাস্থ্যকর। 

পালংশাক- এতে আছে আয়রন। হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্যুপ করে খেতে পারেন। 

লাল শাক- রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় লাল শাক। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন। 

খেজুর- এতে আছে আয়রন, ফাইবার, পটাশিয়াম ও ভিটামিন। শরীরে রক্তের ঘাটতি রোধ করে। কালে বা রাতে গরম দুধে ভিজিয়ে দিন দুটো খেজুর। হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে।

কুলেখাড়া-রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় কুলেখাড়া। শাকের মতো করে খান। এক মাসেই সুস্থ হবেন। 

মাছ- সবচেয়ে বেশি আয়রন মেলে। আয়রনের ঘাটতি দূর করে। আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও। হার্টের জন্য উপকারী।