BY- Aajtak Bangla

উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানুন এই লিঙ্কে, পাবেন মার্কশিটও

7  May  2024

প্রকাশিত হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের প্রায় আড়াই মাস পর ফলপ্রকাশ।

অনলাইনে সহজেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন।

কীভাবে উচ্চমাধ্যমিকের ফল দেখতে পাবেন? মার্কশিট ডাউনলোড করবেন কীভাবে? জেনে নিন...

bangla.aajtak.in-এ https://bangla.aajtak.in/board-exam-results/wbchse-west-bengal-board-12th-result?utm_source=atweb_share এই লিঙ্কে ক্লিক করলে রেজাল্ট জানতে পারবেন।

 www.wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে ফল জানা যাবে। এছাড়া www.wbresults.nic.in এবং www.results.shiksha সাইটেও উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে। . .

wbchse.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।  এবার West Bengal HS Result 2024, এই লিঙ্কে করুন।

তারপরে রোল নম্বর এবং যাবতীয় তথ্য সাবমিট করতে হবে।  সাবমিট অপশনে ক্লিক করুন। 

মার্কশিট ডাউনলোড করবেন কীভাবে? জানুন...

সরকারি ওয়েবসাইটের হোম পেজে গেলে দেখা যাবে West Bengal Higher Secondary Examination Results 2024 লেখা।

 এতে ক্লিক করলে খুলে যাবে একটি ফর্ম। তারপরে রোল নম্বর, জন্মতারিখ দিতে হবে। এবার সাবমিট অপশনে ক্লিক করলে মার্কশিট দেখাবে। তারপরে ডাউনলোড করুন।