4 May, 2024

BY- Aajtak Bangla

এসি-কুলার কেনার পয়সা নেই? নো চিন্তা, গোপন টোটকায় ঘর ঠান্ডা করুন

 এসি বা কুলারের যা দাম, তাতে সবার পক্ষে কেনা সম্ভব নয়। কয়েকটি টোটকা অনুসরণ করলেই এসি ছাড়াই ঘর ঠান্ডা থাকবে।

একবাটি বরফ হতে পারে আপনার ঠান্ডা ঘরের চাবিকাঠি। টেবলফ্যান চালিয়ে সামনে পাত্রে রেখে দিন একবাটি বরফ। ফ্যান চালিয়ে দিলেই দেখবেন কয়েক মিনিটেই ঘর ঠান্ডা।

বরফ গলে গেলেও ঘরের ঠান্ডা অনেকক্ষণ থাকবে। এসি ছাড়াই দেখবেন ঠান্ডা ঠান্ডা কুল কুল। 

একটা ছোট্ট কাপড়ের মধ্যে অনেকটা চাল রাখুন। সেই পুঁটলি ফ্রিজে ঠান্ডা করুন। তার পর বাইরে বের করে রেখে দিন। এতে ঘর অনেকক্ষণ ঠান্ডা থাকে। 

গরমকালে রোদ আটকাতে বদ্ধ ঘরে থাকবেন না। বরং জানালা খুলে দিন।

আর ঘরে যদি দু'দিকে জানালা থাকে তো কেয়া বাত! সব জানালা খুলে দিলে দেখবেন বাতাস চলাচল করছে। আর ঠান্ডা থাকছে ঘর।

সকাল-বিকেলে আলো জ্বালানোর প্রয়োজন নেই। রাতেও খানিকক্ষণ অন্ধকারে থাকতে পারেন।

আলো জ্বালালে ঘরের হাওয়া গরম হয়। জানালার সামনে সম্ভব হলে রাখুন গাছপালা। নিয়মিত জল দিন। এতে ঘর অনেকটা ঠান্ডা থাকে। 

গরমে ঘরে এমন পর্দা দিন যাতে হাওয়া চলাতলে বাধা না হয়। খসখসও ব্যবহার করতে পারেন। অথবা ভিজে কাপড় জানালায় ঠাঙিয়ে রাখুন।

ভিজে কাপড় জানালায় ঠাঙালে বায়ু তা ভেদ করে আসে। এতে ঘরের বাতাস ঠান্ডা হয়। দরকারে ঠান্ডা জলে চুবিয়ে ভিজে কাপড় পর্দা হিসেবে ব্যবহার করুন।