22 April, 2024

BY- Aajtak Bangla

কুকুর ভাল না বিড়াল? আপনার ব্যক্তিত্বই অনুযায়ী কোনটা আপনার জন্য আদর্শ?

কুকুর ভাল না বিড়াল? যুগ যুগ ধরে পশুপ্রেমীদের মধ্যে এই বিতর্ক চলছে। দুই চতুষ্পদের মধ্যে কোনটি ভাল?

স্বাধীনতা বনাম আনুগত্য: বিড়াল স্বাধীনচেতা। কিন্তু কুকুর অনুগত। ফলে আপনি যেমন পোষ্য চাইছেন, তার উপর পুরোটা নির্ভর করছে।

ভরপুর এন্টারটেইনমেন্ট: একটু অ্যাকটিভ বিড়াল থাকলে আপনার বিনোদনের অভাব হবে না। অন্যদিকে কুকুর পুষলে সে নিজেও খেলবে, আপনাকেও খেলতে বাধ্য করবে।

গ্রুমিং: বিড়াল নিজেই নিজের যত্ন নিতে পারে। তবে কুকুর পুষলে তার গ্রুমিংয়ের পিছনে কিছুটা সময়, খরচ করতে হবে।

গার্ড ডিউটি: বাড়িতে অচেনা কেউ প্রবেশ করলে কুকুর অন্তত একটু চেঁচাবে। কিন্তু বিড়াল সঙ্গে সঙ্গে কেটে পড়বে।

বাইরে ঘোরা-বেড়ানোর শখ থাকলে কুকুর সেরা। আপনার সঙ্গে বেড়াতে যাবে, ঘুরবে। তবে বিড়াল পুষলে সে বাড়িতেই থাকবে।

কে বেশি বুদ্ধিমান? অবশ্যই কুকুরই বেশি বুদ্ধিমান। তবে পুরোটাই আপনার ট্রেনিংয়ের উপর নির্ভর করছে। অন্য়দিকে বিড়াল সেভাবে আপনার অর্ডারকে পাত্তা দেবে না।

শান্তশিষ্ট, শুয়ে বসে থাকার ইচ্ছা থাকলে বিড়াল ভাল। গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেই যথেষ্ট। তবে কুকুর একটু লাফালাফি করে। 

আপনার কী পছন্দ? আপনি বিড়াল না কুকুর প্রেমী? আসলে এটি আপনারই প্রকৃতি-ধরণের উপর নির্ভর করছে।