BY- Aajtak Bangla

বিষাক্ত ধূপের ধোঁয়া বা স্প্রে নয়, ৫ টাকার এই টোটকায় সারা বছর ঘর থাকবে মশামুক্ত 

17 April, 2024

আমাদের বাড়িতে অনেক সময় মশার উপদ্রব যথেষ্ট পরিমাণে বেড়ে যায় । সেক্ষেত্রে আমরা বিভিন্ন মশা মারার ধূপ বা ইলেকট্রিক কয়েল এর ব্যবহার করে থাকি।

কিন্তু ইলেকট্রিক কয়েল মশা মারার ধূপ থেকে যে সমস্ত গ্যাস নির্গত হয় সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর । তাই অনেকে সেগুলি ব্যবহার করতে চান না।

এক গবেষণায় জানানো হয়েছে যে যদি ৮ ঘন্টা আপনি কোন কয়েল জ্বালিয়ে রাখেন তাহলে সেটি ১৪০ টি সিগারেটের ধোঁয়া উৎপন্ন করে যেটি সরাসরি আপনার মধ্যে শোষিত হয়।।যা আপনার হার্ট, ফুসফুস এবং শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করতে থাকে।

তাই জৈবিক প্রক্রিয়াতে দীর্ঘ সময় মশামুক্ত ঘর রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করুন।

প্রথমে আপনাকে একটি মাটির প্রদীপ নিয়ে নিতে হবে এবং তার মধ্যে দিতে হবে এক চামচ রসুন বাটা । এবং তার মধ্যে যোগ করতে হবে কিছুটা পরিমাণ তেজ পাতার গুঁড়ো এবং সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো ।

এরপর একটি সলতে যোগ করে দিন তার মধ্যে এবং প্রদীপটি ধরিয়ে দিন । এর ফলে যে ধোঁয়া নির্গত হবে সেখান থেকে আপনার বাড়ির আনাচে-কানাচে থাকা মশা বাড়ির বাইরে চলে যাবে।

 এতে আপনার শরীরেরও কোন  ক্ষতি হবে না। ঘর মশামুক্ত রাখতে খরচ হবে মাত্র ৫ টাকা।