25 March,, 2023

BY- Aajtak Bangla

রাতে ঘুমোনোর আগে করুন এই ছোট্ট কাজ, চুল পড়বে না, হবে ঘন

চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ। 

একটু অসাবধানতাও চুলকে প্রাণহীন, শুষ্ক করে তোলে। এমনকি চুল পড়েও যায়। 

রাতে ঘুমানোর সময় চুল এবং ত্বকের মেরামতি হয়। ঘুমোনোর আগে চুলে একটি ছোট কাজ করলেই চুল বাড়বে। 

চুল দ্বিগুণ গতিতে বাড়বে, ঘন ও মজবুতও হবে, শোওয়ার আগে খালি একটা কাজ করতে হবে। 

অনেকেই সকালে একবার মাত্র চুল আঁচড়ান। এতে চুল খুব জট লেগে যায়। ঘুমানোর সময় আরও ভেঙে যায়।

ঘুমানোর আগে চুল ভালো করে আঁচড়ান। তা এটি শুধু চুলকে ঠিক রাখে না বরং মাথার ত্বকের রক্ত সঞ্চালনও বাড়ায়।

তবে কখনও ভেজা চুলে আঁচড়াবেন না। এতে হিতে বিপরীত হয়। চুল পড়ে যায়। 

মেয়েরা বেণি করে ঘুমোবোন না। চুল দুর্বল হয়। চুল আঁচড়ে খোলা চুলে ঘুমোন। 

শোওয়ার বালিশে একটি সিল্ক বা স্যাটিন কভার রাখুন। এ কারণে চুলের গঠন ভালো থাকে এবং জটও হয় না।ো

ভেজা চুলে কখনও ঘুমোবেন না। মাথায় ঠান্ডা লাগে। চুলও দুর্বল হয়।