25 April, 2024

BY- Aajtak Bangla

টাক মাথায় হু হু করে চুল গজাবে, এভাবে লাগান পেঁয়াজ

চুল পড়ে যাওয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। বয়স ২৫ পেরোলেই অনেকের মাথা ফাঁকা হয়ে যাচ্ছে।

তারা সবরকম টোটকা করে ফেললেও কিছুতেই টাক মাথায় চুল গজায় না।

চুল পড়ার অন্যতম কারণ হতে পারে দুশ্চিন্তা, খারাপ খাদ্যাভাস, জীবনযাপন।

খাদ্যাভাস-জীবনযাপন ঠিক রেখে যদি পেঁয়াজের এভাবে পেঁয়াজ লাগান, টাক মাথা চুলে ভরবে।

পেঁয়াজ এমনিতেই চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে কাজ করে। 

এরজন্য পেঁয়াজ ভালোভাবে বেটে বা ব্লেন্ড করে জলে মিশিয়ে নিন। চাইলে সর্ষের তেলে মিশিয়েও নিতে পারেন।

এক্ষেত্রে যেদিন লাগাবেন সেদিনই পেঁয়াজ বাটা তেলে মেশাবেন।

এই মিশ্রণ ভালভাবে মাথায় লাগিয়ে, ম্যাসাজ করে রাখুন। পরদিন জলে শ্যাম্পু করে ধুয়ে নিন। 

সপ্তাহে ২ থেকে ৩ বার এই তেল লাগিয়ে দেখুন। নতুন চুল গজাতে সাহায্য করবে।