25 April, 2024

BY- Aajtak Bangla

এই গরমে গাড়ির ভেতরে এই ৬ জিনিস রাখলেই বিপদ, জানুন

গরমে গাড়িতে আগুন লাগার ঘটনা রিলস হয়ে ঘুরে বেড়াচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে। সেগুলোর অনেক ঘটনার কারণ জানা যায়, অনেকগুলোর জানা যায় না। 

চলুন জেনে নেওয়া যাক, এই প্রচণ্ড গরমে কোন ৬টি জিনিস অবশ্যই আপনার গাড়িতে রাখবেন না।

লাইটার বিস্ফোরণের জন্য ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট। সেটি গাড়ির ভেতরে আগুন ধরিয়ে দিতে পারে সহজেই। তাই গাড়িতে গরমে লাইটার রাখবেন না।

কোল্ডড্রিঙ্কের বোতল বা ক্যান গরমে গাড়িতে না রাখাই ভালো। গাড়ির ঝাঁকুনিতেও বোতল খোলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হতে পারে।

সূর্যের আলো ফোকাল পয়েন্টে পড়ে কাচের মাধ্যমে প্রতিফলিত হয়ে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করে। ফলে গাড়ির ভেতরে আগুন ধরে যেতে পারে। তাই চশমা গাড়িতে রাখবেন না।

পারফিউমের বোতল বা যেকোন স্প্রে ক্যান সাধারণত অ্যালকোহল। চাপের মাধ্যমে ক্যানে তরল অবস্থায় রাখা হয়। এই গরমে গাড়ির ভেতরে অতিরিক্ত তাপমাত্রায় তা সহজেই বিস্ফোরিত হতে পারে। এতে গাড়িতে আগুন ধরে যেতেই পারে!

মুঠোফোনের চার্জার, পাওয়ার ব্যাংক গরমে যেকোনো সময় ছোট্ট বোমের মতো বিস্ফোরিত হবে।