BY- Aajtak Bangla

গরমে কোন গাছে কতটুকু জল দেবেন? না জানলে এখনই জানুন

4th May, 2024

তীব্র গরমে এই সময় মানুষের মতো গাছেদেরও অবস্থাও নাজেহাল। প্রখর রোদ ও তাপে ঘর, বারান্দা ও ছাদের গাছের টবের মাটি ফেটে চৌচির হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়।

সঠিক যত্ন না পেলে পুরো গাছ নেতিয়ে পড়ে। গরমে গাছের সঠিক যত্ন নেওয়া উচিত।

অনেকে যত্ন নিতে গিয়ে সব ধরনের গাছে অতিরিক্ত জল দিয়ে ফেলেন, জেনে নিন কোন গাছে কতটুকু জল দেওয়া উচিত।

ঘরের ভেতর যেসব গাছ রাখা হয়, সেসব গাছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। একদিন পর পর অল্প করে জল দিলেই চলে। যদি প্রতিদিন মাটি শুকিয়ে যায়, তবে প্রতিদিনই অল্প করে জল দিতে হবে।  

বারান্দা ও ছাদের ফুল গাছ, জেব্রিনা, পার্পেল হার্ট গাছে প্রয়োজন হলে সকাল ও বিকেল দুইবেলা জল দিন।

কিছু কিছু গাছের জলের প্রয়োজন হয় না, তবে গরমে পাতা নেতিয়ে যায়। গরমে যেসব গাছের পাতা ঝলসে যায়, সেসব গাছের পাতায় জল স্প্রে করুন। জল দিলে গাছ সতেজ হবে।

সাকুলেন্ট ও ক্যাকটাস জাতীয় গাছে রোজ জল দেবেন না। সাকুলেন্টের পাতা মোটা হয় এবং জল জমিয়ে রাখতে পারে। এ ধরনের গাছ বেশি জল পছন্দ করে না। সপ্তাহে দুই থেকে তিনবার অল্প করে জল দিলেই যথেষ্ট।

অনেকে মনে করেন গরমে বেশি জল দিলে গাছ ভালো থাকবে। তা ভুল। বেশি জল দিলে গাছের গোড়ায় জল জমে গাছ মরে যেতে পারে। মাটি ভেজা ও স্যাঁতস্যাঁতে থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই।

সকালের স্নিগ্ধ আবহাওয়া এবং রোদ কড়া হওয়ার আগেই গাছে জল দিতে হবে। তপ্ত দুপুরে জল দেওয়া যাবে না।

সকালের স্নিগ্ধ আবহাওয়া এবং রোদ কড়া হওয়ার আগেই গাছে জল দিতে হবে। তপ্ত দুপুরে জল দেওয়া যাবে না।

কোনও কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বিকেলে রোদ চলে যাওয়ার পর গাছে জল দিন।