28 April, 2024

BY- Aajtak Bangla

পছন্দের রং বলে দেয় মানুষের চরিত্র, জানুন কোন রংয়ের স্বভাব কেমন

পছন্দের রং বলে দেয় ব্যক্তির চরিত্র। আপনার পছন্দ রং দেখে মিলিয়ে নিন কেমন স্বভাবের 

গোলাপি- মেয়েরা পছন্দ করে। এই রং পছন্দ হলে আপনি আবেগপ্রবণ মানুষ। দ্রুত প্রেমে পড়েন। স্বভাবে হন হাসিখুশি ও লাজুক। প্রচুর বন্ধু থাকে। উদার প্রকৃতির।

নীল- শান্তিপূর্ণ ও স্থিতিশীল জীবনযাপন করেন। বন্ধু ও পরিজনদের সঙ্গে সময় কাটান। অপ্রয়োজনীয় খরচ করেন না। পরিষ্কার-পরিপাটি থাকতে চান। দামি ও আকর্ষণীয় জিনিস পছন্দ করেন। বিলাসবহুল জীবন পছন্দ। 

সবুজ- প্রকৃতি প্রেমী হন। কাছের মানুষের প্রতি বিশ্বাসী হন। মনে যা আছে মুখেও তাই। মানুষ কী ভাবছে সে ব্যাপারে নজর রাখেন। অহংকার নেই। অন্যদের কথা মন দিয়ে শোনেন।

লাল- সাহসী এবং আত্মবিশ্বাসী হন। ইচ্ছাশক্তি তীব্র। যে কোনও কাজে ঝাঁপিয়ে পড়েন। ভালোবাসা-বন্ধুত্ব গুরুত্ব পায়। 

হলুদ- ইতিবাচক এবং আশাবাদী চিন্তাভাবনার হন। প্রফুল্ল স্বভাবের। হাসি-খুশি থাকতে পছন্দ করেন। 

সাদা-সুশৃঙ্খল এবং শান্তিতে জীবনযাপন করেন। জীবনে হতাশা থাকে না। যে কাজ করেন তাতে সফল হন। স্বভাবে লাজুক। বন্ধুত্ব করতে পারেন না। 

কালো- রক্ষণশীল প্রকৃতির হন। বেশ রাগী। পরিবর্তন পছন্দ করেন না। কাজে হস্তক্ষেপ সহ্য করেন না। অন্যের কাছ থেকে নিজের জন্য আশা করেন। সকলের কাছে জনপ্রিয় হতে চান। প্রশংসা শুনতেও চান।

বাদামি- সরল ও সাদাসিধে হন। কারও নিন্দা করেন না। স্বভাবে বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র। একটুও অহংকার নেই। 

বেগুনি- দূরদর্শী হন। শান্ত জীবন যাপন করেন। স্বভাবে সৃজনশীল। বেশি চাপ নিয়ে ফেলেন। তাই সমস্যার সমাধান করতে পারেন না।