16 April, 2024

BY- Aajtak Bangla

ইলেকট্রিক বিল দেখে 'শক' লাগবে না, যদি জানেন গরমে বিল বাঁচানোর ৫ ট্রিক

গরম মানেই দিনরাত ফ্যান চলবে। কারও কারও বাড়িতে এসি-কুলার। মধ্যবিত্ত বাড়িতে বিল হাজার টাকা ছুঁলেই মাথায় হাত পড়ে যায়।

আজকালকার ব্যস্ত জীবনটা পুরোটাই যন্ত্র নির্ভর হয়ে গেছে। ফলে তরতর করে বেড়ে যায় ইলেকট্রিক বিল।

এমনিতেই বিলের খরচ বেড়েছে। তারওপর দ্রব্যমূল্যে বিদ্যুতের বিল বাড়ছে। সহজ এই টিপস মানলেই কমবে ইলেকট্রিক বিল।

সবার আগে অন থাকা অবস্থায় ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না। এতে বিল বাড়বে। আবার ফ্রিজে কম জিনিস রাখলেও বিল বেশি বাড়ে।

অনেক বাড়িতে টিভি, ল্যাপটপ, ফোনের চার্জারের প্লাগের সুইচ সবসময় অন থাকে। কাজে না লাগলেও। এতে ফ্যান্টম এনার্জি অপচয় হয়, বিল বাড়ে।

অনেক সময় ইলেকট্রিক আউটলেট এবং সুইচ থেকে অনেক সময়ে বিদ্যুৎ লিক করে বিল বাড়ায় তরতরিয়ে। তাই ইলেকট্রিক আউটলেট সিলার লাগাতে ভুলবেন না।

এসি চালিয়ে অনেকে রিমোট দিয়ে এসি বন্ধ করলেও মেন সুইচ অফ না থাকলে এর ফ্যানটি ঘুরতে থাকে, ফলে এতেও বিল পোড়ে।

এছাড়াও, নির্দিষ্ট সময় অন্তর সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সার্ভিসিং করান। ফ্রিজের কয়েল, এসির ফিল্টার সার্ভিসিং করান। 

এগুলি নোংরা হলে শক্তি খরচ করবে তত বেশি। ফলে বিল বাড়বে। এগুলি খেয়াল রাখুন।