24 April, 2024

BY- Aajtak Bangla

শ্যাম্পু করার সময় এই ভুলেই ঝরে গোছা গোছা চুল 

মাথায় শ্যাম্পু করার সময় অনেকের গোছা গোছা চুল ঝরে। বিশেষ করে মেয়েদের। এর কারণ হল, চুলে শ্যাম্পু লাগানোর সময় কতগুলো ভুল। 

সেই ভুলগুলো না করলেই চুল ঠিক থাকবে। প্রথমেই জেনে রাখা দরকার শ্যাম্পু করার প্রধান উদ্দেশ্য হল মাথার ত্বক পরিষ্কার রাখা। 

অনেকে ঠান্ডা পানীয়র সঙ্গে বরফ মিশিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু চাইলেই হাতের কাছে বরফ পাওয়া যায় না। 

শ্যাম্পু লাগানোর সময় চুল অল্প ভেজানো উচিত না। চুল বেশি করে ভেজান। তারপর সেই জল ঝরিয়ে নিন। তারপর শ্যাম্পু করুন। 

এরপর মাথায় শ্যাম্পু দিয়ে ম্যাসাজ করুন। একটু সময় নিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করতে থাকুন। তাড়াহুড়ো করবেন না। 

শ্যাম্পু লাগানোর পর তিন থেকে চার মিনিট ম্যাসাজ করুন। তাহলে চুলের মাথার ত্বকের প্রতিটি কোণায় শ্যাম্পু পৌঁছবে। 

শ্যাম্পু চুলের গোড়া পরিষ্কার রাখে, সেজন্য মাথার ত্বকে যেন শ্যাম্পু ঠিকঠাক পৌঁছয় সেটা নিশ্চিত করুন।

শ্যাম্পু লাগানোর পর পরই ধুয়ে ফেলবেন না। তাহলে চুল চকচকে হবে ঠিকই তবে ত্বকের কোনও লাভ হবে না। ত্বকে জমে থাকা নোংরা দূর করা যাবে না। 

স্নান করার অন্তত ঘণ্টা দুয়েক আগে চুলে নারকেল তেল লাগাতে পারেন। তাহলে ত্বকে জমে থাকা নোংরাগুলো এক জায়গায় হবে। শ্যাম্পু লাগানোর পর ম্যাসাজ করলে তা বেরিয়ে যাবে।   

অনেকে শ্য়াম্পু না লাগিয়ে শুধু কন্ডিশনার লাগান। সেটা করবেন না। আগে শ্যাম্পু করুন তারপরই কন্ডিশনার দিন।

শ্যাম্পু লাগানোর সময় এই ছোটোছোটো টিপসগুলো মেনে চলুন। তবেই আপনার চুল ঝরবে না।