27 April, 2024

BY- Aajtak Bangla

কামাই ভুলে যাবে, বাড়ির পরিচারিকাকে রোজ কাজে আনানোর ৪ টোটকা

শহুরে এলাকায় পরিচারিকা ছাড়া ঘরের কাজ করা, ঘর সামলানো খুব কঠিন। 

বর্তমান সময়ে ঘরের কাজ করার জন্য সকলেই পরিচারিকাদের ওপর নির্ভরশীল। 

কিন্তু ভালো পরিচারিকা পাওয়া ভাগ্যের ব্যাপার। শুধু তাই নয়, তাদের পরিচালনা করাও এত সহজ নয়। 

যদি স্মার্টলি এই ৪ কৌশল মেনে চলেন, তবে পরিচারিকা হয়ে উঠবে আপনার মনের মতো। রোজ আসবে, কামাই ভুলে

সবার আগে ভালো তাঁদের সঙ্গে ব্যবহার করুন। সকলে মনে করে তাঁদের টাকা দেন বলে তাঁরা আমাদের অধীন। 

বাস্তবে তার উল্টো। টাকা দিলেও বিনিময়ে তাদের সেবাও নেন। অতএব, মনোভাব উন্নত করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সাহায্য প্রদান করুন।

সবার জীবনে অর্থের প্রয়োজন। মাঝে মাঝে তাদেরও অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে। প্রয়োজনে তাদের বেতনের কিছু অংশ অগ্রিম দিয়ে দিন। বিপদে পাশে থাকলে তারাও আপনার কাজ কখনওই অস্বীকার করবে না। 

কাজে ঢোকার সময় কী কী কাজ করতে হবে সব খোলসা করে নিন। যা কাজ করাবেন বলেছিলেন, সেগুলিই করান। অতিরিক্ত অন্য কাজ করালে তাঁরা ক্ষুব্ধ হতে বাধ্য।

পরিচারিকার কোনও কাজে সন্তুষ্ট নন? জানবেন সকলের কাজের ধরন আলাদা হয়। তাই শুরু থেকেই আপনার মতো করে তাদের সঠিক নির্দেশ দিন, শিখিয়ে-পড়িয়ে দিন।

সর্বশেষে মানবিক হোন। পরিচারিকার সঙ্গে মানবিক আচরণ করুন, তারা এলে খাবার খাবেন কিনা জিজ্ঞেস করুন। কোনও সমস্যায় তাদের উপযুক্ত বুদ্ধি দিন। নিজের বাড়ির অংশ করে তুলুন। আপনার ব্যবহারই এখানে শেষ কথা।