24 April, 2024

BY- Aajtak Bangla

ছেলে নাকি মেয়ে? বাবাদের প্রিয় হয় কোন সন্তান জানা আছে

যে কোনও সন্তানই মা-বাবার কাছে ভীষণ প্রিয় হয়ে থাকে।

ছেলে হোক বা মেয়ে মা-বাবার কাছে দুজনেই সমান হয়। আসলে সন্তান মানেই খুব আদরের।

তবে বাবাদের কাছে খুব স্নেহের হয় তাঁদের মেয়েরা। দেখবেন কথায় আছে পাপা কি পরী, পাপা'স গার্ল ইত্যাদি। 

কিন্তু ভেবে দেখেছেন যে কেন বাবাদের প্রিয় হয় মেয়ে সন্তানেরা?

আসলে বাবাদের কাছে মেয়েরা খুব আদরের হয়ে থাকে। বাবাদের কাছেই যত আবদার। আর সেই আবদার মেটায় তাঁদের বাবারা।

বাবা মানে পুরো একটা আকাশ। যার কাঁধে মাথ রাখলেই সব চিন্তা গায়েব। 

এক গবেষণা অনুযায়ী, ছেলে সন্তানের বাবারা ছেলের প্রতি যতটুকু মনোযোগী ও যত্নবান হয়, তার চেয়ে বেশি যত্নবান ও মনোযোগী হয় তাঁদের মেয়েদের প্রতি।

তার কারণ সম্ভবত এই যে ছেলের তুলনায় মেয়ের অনুভূতি বাবা বেশি অনুভব করতে পারেন।

গবেষকরা দেখেছেন, শিশু যদি কাঁদে বা বাবা বলে ডাক দেয়, তাহলে মেয়েশিশুদের বাবার সাড়া দ্রুততর হয়।

গবেষকরা দেখেছেন, কন্যাসন্তানের সঙ্গে যোগাযোগ করার সময় বাবার মস্তিষ্ক ভিন্নভাবে প্রতিক্রিয়া করে।

সেই কারণে ছোট থেকে বড় হওয়ার পরও মেয়েদের বাবার প্রতি টান বরাবরই থাকে।

এমনকী স্বামীর মধ্যেও মেয়েরা তাদের বাবাকেই খোঁজেন।

আর তাই মায়ের চেয়েও মেয়েরা বাবার প্রতি বেশি টান ও ভালোবাসা অনুভব করে।