BY- Aajtak Bangla

টাকে নতুন চুল গজাবে মাত্র ৭ দিনে, শ্যাম্পুতে মেশান লেবুপাতা 

5 May, 2024

মাত্র সাত দিনে টাকে গজাবে চুল। সেজন্য কোনও খরচও নেই। আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন তাতে লেবুর পাতা মেশালেই হবে। সেজন্য গোটা দশ থেকে বারোটি লেবুপাতা লাগবে। 

সেজন্য প্রথমেই আপনাকে ৮ থেকে ১০ টা লেবু পাতা নিতে হবে। তা মিক্সিতে ঘুরিয়ে নিন। সেখান থেকে যে রস বেরোবে তা একটা পাত্রে নিয়ে নিন। 

তারপর সেই লেবুপাতার রসের সঙ্গে মিশিয়ে নিন শ্যাম্পু। স্নান করার আগে সেই মিশ্রণটি মাথায় মেখে নিন। প্রায় ৫ থেকে ৮ মিনিট মাথায় লাগিয়ে রাখুন।

তারপর স্নান করার সময় মাথা ভালো করে ম্যাসাজ করুন। তাহলে খুব ভালো কাজে দেবে। দেখবেন সাতদিনে মাথায় গজাবে নতুন চুল। 

লেবুরপাতা চুলে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। মাথার ত্বকে থাকা নোংরা টেনে বের করে লেবুপাতা। নতুন চুল গজাতেও সাহায্য করে। 

লেবুপাতা শুধু নয়, লেবুর রসও চুল বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। এবার চুলে ও মাথার তালুতে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। 

চুল বৃদ্ধির জন্য নারকেল তেলের সঙ্গে লেবুপাতার রস বা লেবুর পাতা লাগালেও হবে। স্নানের আগে নারকেল তেলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা দিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে ২ দিন মতো করলেই ফল হাতেনাতে পাবেন। 

ঝলমলে চুলের জন্য লেবুর রসের সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে চুলে লাগান। এই মিশ্রণ মাথার তালুতে লাগান। মিনিট দশেক পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।