25 April, 2024

BY- Aajtak Bangla

দ্বিতীয় সন্তান নেবেন? এগুলো মাথায় রাখুন

মা হওয়া একটা জটিল প্রক্রিয়া। একবার মা হওয়ার পর শরীর বিশেষ করে জরায়ু, আলগা হয়ে যাওয়া পেটের পেশি ও লিগামেন্ট আগের অবস্থায় ফিরে আসতে অন্তত ২ বছর সময় নেয়।

সন্তানের দুধ, প্যাম্পার্স, ডে কেয়ার, সাহায্যকারী, চিকিৎসা, স্কুল, পোশাক—খরচের শুরু আছে, শেষ নেই। তাই ভালোভাবে বুঝেশুনে এগোন।

দাম্পত্য সম্পর্ক যদি তিক্ততায় ভরা থাকে, সেখানে দ্বিতীয় সন্তান তো দূরের কথা, প্রথম সন্তান নেবার সিদ্ধান্ত থেকেও বিরত থাকুন। 

আপনার যদি জীবন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা থাকে যেমন উচ্চশিক্ষা বা পেশা পরিবর্তন অথবা পেশাগত জীবনে পদোন্নতি—সেক্ষেত্রে সন্তানকে আপনি কি তার প্রাপ্য সময়, যত্ন নিশ্চিত করতে পারবেন? বিষয়টি বিবেচনায় নিন। 

দ্বিতীয়বার সন্তান নেবার আগে নিজের বয়স, অসুখ–বিসুখ, ফিটনেস পরীক্ষা করে নিন। ওজন ঠিক আছে কিনা জানুন। 

একটা শিশুর সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি হলো নিরাপত্তা। 

প্রথম সন্তানের বিশেষ কোন অসুখ থাকলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সেরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা কতটুকু, খেয়াল রাখুন।

আপনি নিজেই যদি কোন কারণে বিষণ্নতায় ভোগেন, একটা সন্তান আপনাকে সারিয়ে তুলতে পারবে না। তাই আগে নিজে পুরোপুরি ফিট হোন।