11 April, 2024

BY- Aajtak Bangla

মদ খাওয়ার আগে এই খাবারগুলি খান, লিভারের কম ক্ষতি হবে

অনেকেই কিছু না খেয়ে বা পেট খালি থাকা অবস্থায় মদ খেয়ে থাকেন। এতে শরীরের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

খালি পেটে মদ খেলে তা সরাসরি লিভারের উপর প্রভাব ফেলে। 

আপনি যদি লিভারকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে চান তাহলে মদ খাওয়ার আগে এই খাবারগুলি খান।

মদ খাওয়ার আগে দইয়ের সঙ্গে ওটস খেতে পারেন , এটি লিভারকে ভাল রাখে।

ডিম বা পনিরের মতন উচ্চ প্রোটিনযুক্ত খাবার খান।

মদ খাওয়ার আগে কলা খেতে পারেন।

বিভিন্ন ফল যেমন- আপেল , কলা , কমলালেবু , শসা ইত্যাদি মদ খাওয়ার আগে খেতে পারেন।

মদ খাওয়ার আগে সবজি দিয়ে রুটি খেতে পারেন , এতে লিভারের উপর প্রভাব কম পড়ে।

মদ খাওয়ার আগে ভাজা ছোলা ও বাদাম খেতে পারেন।