21 April, 2024

BY- Aajtak Bangla

নিজের সিক্রেট এই লোকেদের বললেই বিপদ, ফাঁস হবে: চাণক্য নীতি

আচার্য চাণক্য বলছেন,এমন কিছু দুঃখ আছে যা কাউকে বলা উচিৎ নয়। 

আচার্য চাণক্যের মতে, ৫ ধরনের লোকদের কাছে গোপন কথা বলবেন না।

কোন কোন ব্যক্তির কাছে গোপন কথা বলবেন না। জেনে নিন

সবার বন্ধু- যাঁরা সবার বন্ধু হয়ে যায়। তাঁরা আসলে কারও বন্ধু নয়। এই ধরনের লোকেদের থেকে দূরত্ব রাখুন। তাঁদের মোটেও বিশ্বাস করা যায় না। 

সকলের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক থাকায় আপনার কথা কাউকে বলে দিতে পারে। তাই খুব মিশুকে লোকেদের কাছে কোনও গোপন কথা নয়। 

রসিক- গোপন কথা বললে সে মজা করতে পারে। কথায় গুরুত্ব দেয় না। কাউকে জানিয়েও দিতে পারে। 

আত্মমগ্ন- যাঁরা শুধু নিজেদের চিন্তা করে, তাঁরা সবকিছুতেই নিজেদের সুবিধা দেখে। এই ধরনের মানুষেরা অন্যের ক্ষতি করে। 

ঈর্ষাপ্রবণ- এরা মনে মনে আপনার ক্ষতিই চায়। এই ধরনের লোকেদের গোপন কথা বললে তাঁদের আচরণ বদলে যাবে। সে কাউকে জানিয়ে দিতে পারে।

বাচাল-সবসময় কথা বলে। সাধারণ বক্তব্যকেও বিকৃত করে। এই ধরনের লোকেরা বিশ্বাসযোগ্য নয়।

অনেক কথা বলতে গিয়ে বাচালরা আপনার কথা বলে দিতে পারে। গোপন তথ্য ফাঁস হয়ে যাবে।