BY- Aajtak Bangla

দোলের রং মাখুন এভাবে, স্নানের সময় ঝটপট উঠে যাবে

19 March 2024

দোলের সময় রং মাখার পর তা উঠতে চায় না। স্কিনে যেন চেপ্টে লেগে থাকে। অথচ কয়েকটা উপায়ে রং মাখলেই তা উঠবে নিমেষে।

রং মাখার আগে শরীরে নারকেল তেল মেখে নিন, নারকেল তেল না মাখলে অলিভ অয়েল মাখতে পারেন। তাহলেও ঝটপট রং উঠে যাবে। 

সানস্ক্রিন লোশনও মাখতে পারেন গায়ে। সেক্ষেত্রে স্নান করার সময় দ্রুত শরীর থেকে রং উঠে যাবে। 

সামান্য আটা ও তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে তা হাল্কা করে মুখে লাগাতে পারেন। এরপর হাত দিয়ে সামান্য মাসাজ করুন। তাহলে রং তুলতে সহজ হবে। 

বাড়িতে মুলতানি মাটি থাকলে তাও ব্যবহার করতে পারেন। এটা রংকে শুকিয়ে দিতে সাহায্য করবে, যা ধুলে সহজেই উঠে যাবে।

রং খেলার পর চুলের বারোটা বাজে। চুলের রং তুলতে বেশ বেগ পেতে হয়। সেক্ষেত্রে রং খেলে এসেই শ্যাম্পু করতে বসবেন না। বরং ডিমের সাদা অংশ দিয়ে একটি প্যাক তৈরি করে মাথায় মেখে নিন। সেটিকে ৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

এভাবে রঙের ক্ষতির হাত থেকে চুলকে অনেকটাই বাঁচানো যাবে। রং খেলতে যাওয়ার আগে চুলে ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল মেখে যান।

ব্যবহার করতে পারেন নারকেলের দুধও। রং খেলে এসেও নারকেলের দুধ দিয়ে চুল ধুয়ে নিন। তার এক ঘণ্টা পরে শ্যাম্পু করুন।

যদি মনে করেন রং খেলার জেরে আপনার ত্বকের ক্ষতি হতে পারে, তাহলে গোটা কাঠবাদাম বেঁটে তার সঙ্গে মধু ও লেবুর রস মেশান। ফেসওয়াশ দিয়ে ধুয়ে প্যাকটি মাখার পর শুকোনো অবধি অপেক্ষা করুন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

রং খেলতে যাওয়ার আগে চুলে তেল দেবেন। তাহলে শ্যাম্পু করার সময় দ্রুত উঠে যাবে রং। 

আর শরীরের রং তোলার জন্য রং খেলার পর দই, বেসন, হলুদ গুঁড়ো, অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে গোটা শরীরে লাগান। জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। তাহলেই রং দ্রুত উঠে যাবে।