BY- Aajtak Bangla

CSK-র নতুন ক্যাপ্টেন রুতুরাজ, কত টাকা পান? 

21 March, 2024

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪ মরসুম শুরু হবে ২২ মার্চ। কিন্তু একদিন আগে চেন্নাই সুপার কিংস (CSK) বড় পরিবর্তন করেছে।

গায়কওয়াড় হবেন চেন্নাই দলের চতুর্থ অধিনায়ক। ধোনি ছাড়াও এর আগে অধিনায়কত্ব করেছেন রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়না। ধোনি ২১২ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

ধোনি আইপিএল-এ সবচেয়ে বেশি ম্যাচ জেতা ক্যাপ্টেন। ২১২টি ম্যাচের মধ্যে ১৩৩টি জিতেছেন তিনি।

তারকা ওপেনার রুতুরাজ গায়কওয়াড ২০২০ মরসুমে আইপিএলে অভিষেক করেছিলেন। তারপর থেকে তিনি আইপিএলে ৫২টি ম্যাচ খেলেছেন।

চেন্নাই ফ্র্যাঞ্চাইজি গায়কওয়াডকে এক মরসুমের জন্য ৬ কোটি টাকা দিচ্ছে। যেখানে ধোনি পাচ্ছেন ১২ কোটি টাকা।

এভাবে আইপিএলে গায়কোয়াড়ের পারিশ্রমিক ধোনির থেকে অর্ধেক। চেন্নাই দলে সর্বোচ্চ পারিশ্রমিক রবীন্দ্র জাদেজার, যিনি পান ১৬ কোটি টাকা।

ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত ৫ বার শিরোপা জিতেছে। তার অধিনায়কত্বে চেন্নাই দল গত মরসুমে অর্থাৎ ২০২৩ জিতেছিল।

আগামিকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে চেন্নাই।

বৃহস্পতিবার আইপিএল-এর ফটোশ্যুটের সময় দেখা যায়, ধোনি নেই। সেই সময়ই সন্দেহ করা হয়, এবার হয়ত ক্যাপ্টেন থাকছে না ধোনি। পরে সেই আশঙ্কাই সত্যি হয়।